Wellcome to National Portal

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আগামী ০৯/০৩/২০১৮ খ্রি. তারিখে প্রাক্তন প্রশিক্ষণার্থীদের ১ম পুনর্মিলনী উৎসব ২০১৮ অনুষ্ঠিত হবে।
বিস্তারিত

আগামী ০৯/০৩/২০১৮ খ্রি. তারিখে প্রাক্তন প্রশিক্ষণার্থীদের  ১ম পুনর্মিলনী উৎসব ২০১৮ অনুষ্ঠিত হবে।

রেজিস্ট্রেশন ফরমটি নিচের লিংক থেকে ডাউনলোড করে পূরণ করে ২২/০২/২০১৮ খ্রি. তারিখের মধ্যে জমা দিন। 

কতিপয় নিয়মাবলীঃ

  • সম্ভাব্য তারিখঃ ০৯ মার্চ ২০১৮ খ্রি.। সময়ঃ  সকাল ০৯:০০ টা। (ফোনে/মেসেজ দিয়ে নিশ্চিত করা হবে)
  • স্থানঃ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম। 
  • ফরম জমাদানের শেষ তারিখঃ ২২ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি.। 
  • অংশগ্রহণকারীর নিবন্ধন ফিঃ ১,০০০.০০ (এক হাজার) টাকা এবং প্রতি অতিথির জন্য শুভেচ্ছা ফিঃ ৫০০.০০ (পাঁচশত) টাকা।
  • শুধুমাত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় / জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বিএড/এমএড পাশ করা প্রশিক্ষণার্থীগণ এ পুনর্মিলনী উৎসবে যোগদান করতে পারবেন। 
  • ফরম ও প্রাপ্তি স্বীকারপত্রটি লিগ্যাল সাইজের কাগজে (৮.৫ ইঞ্চি বাই ১৪ ইঞ্চি) প্রিন্ট করে জমা দিন। ফরমটি  ttc.chittagong.gov.bd  ওয়েব সাইটে পাওয়া যাবে।  
  • বিএড/এমএড-এর সনদের ফটোকপি ও ২ + ১ = ৩ কপি রঙ্গীন ছবি সাথে জমা দিতে হবে। 
  • আপডেটেড নির্দেশনার জন্য ওয়েব সাইট (ttc.chittagong.gov.bd) অনুসরণ করুন। 
ফরম জমাদান ও যোগাযোগঃ
জনাব রেবেকা সুলতানা, সহযোগী অধ্যাপক, ফোন: ০১৫৫৮৩৯৭৮৮৩
জনাব ফরহাদ উদ্দীন আহমদ, প্রভাষক, ফোন: ০১৭১১৩০৭৯৫৮, ইমেইল: farhadua@gmail.com
জনাব সুমিত্রা বড়ুয়া, প্রভাষক, ফোন: ০১৫৫৪৩১০২৭৭
জনাব মীর আবু সালেহ শামসুদ্দীন (শিশির), প্রভাষক, ফোন: ০১৭১১৩৮৮৩৫২, ইমেইল: shamsshishir@yahoo.com
জনাব মোহা. আখতার হোছাইন কুতুবী, সহযোগী অধ্যাপক, ফোন: ০১৯১২১২২০৬৫, ইমেইল: kutubi03@gmail.com
জনাব জহির সিদ্দিকী, শিক্ষক, চসিক মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ, ফোন: ০১৮১৬৩৫৯৫৩১
 
ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/12/2017
আর্কাইভ তারিখ
31/03/2018