“আই.সি.টি.’র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্প (২য় পর্যায়)” মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের জন্য BTT (Basic Teachers’ Training), HIT (Head of the Institutes’ Training), AHIT (Assistant Head of the Institutes’ Training) প্রশিক্ষণসমূহ পরিচালনা করবে। উক্ত প্রশিক্ষণ সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে ডাটাবেজ পূর্ণাঙ্গ ও হালনাগাদ করা প্রয়োজন। ডাটাবেজ পূর্ণাঙ্গ ও হালনাগাদ করার নিমিত্তে তথ্য প্রেরণের জন্য প্রয়োজনীয় নির্দেশনা সম্বলিত একটি পত্র ও একটি এক্সেল ফাইল সকল সম্মানিত জেলা শিক্ষা অফিসা্র ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রদান করা হয়েছে।
সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগামী ০৪/০৩/২০১৯ খ্রি. তারিখের মধ্যে কলেজের ইমেইলে (gttcctg@yahoo.com) উক্ত পূর্ণাঙ্গ ও হালনাগাদ ডাটাবেজ পাঠাতে হবে। এ ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠাঙ্গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সকল সম্মানিত জেলা শিক্ষা অফিসা্র ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অনুরোধ জানানো যাচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস