পাহাড় ও সমুদ্রে ঘেরা বন্দর নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম। ১৯৭৬-৭৭ শিক্ষাবর্ষ থেকে অদ্যাবধি সুনামের সাথে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে। শিক্ষা হচ্ছে জাতীয় উন্নয়নের পূর্বশর্ত। আর এতে যথাযথ ভূমিকা রাখেন শিক্ষক সমাজ। দক্ষ মানব সম্পদ গড়ার জন্য প্রয়োজন প্রশিক্ষিত ও নিবেদিত প্রাণ শিক্ষক। একজন শিক্ষককে দক্ষ ও অধিকতর যোগ্য করে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। এই কলেজের অভিজ্ঞ প্রশিক্ষকবৃন্দ সেই লক্ষ্যে আন্তরিকতার সাথে শিক্ষকগণের এবং বি.এড ও এম.এড প্ররোগ্রামের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর হওয়াতে শিক্ষকদেরও প্রযুক্তিবান্ধব হওয়া দেশের স্বার্থেই প্রাসঙ্গিক। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম প্রশিক্ষিত প্রযুক্তিবান্ধব শিক্ষক তৈরির লক্ষ্যে নিরলসভাবে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে তা বাস্তবায়নের জন্য দরকার দক্ষ প্রযুক্তি জ্ঞান সম্পন্ন মানব সম্পদ। আমি আশা করি সে লক্ষ্য বাস্তবায়নে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম যথাযথ ভুমিকা পালন করবে।
আমি এই কলেজের শ্রী বৃদ্ধি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
দিলরুবা আক্তার চৌধুরী
উপাধ্যক্ষ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস