সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম-এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী প্রশিক্ষণ প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের সকল শিক্ষক ও প্রশিক্ষণার্থীর পারস্পরিক সহযোগিতা ও আন্তরিকতার মধ্য দিয়ে কলেজের শিক্ষার গুণগতমান উত্তরোওর বৃদ্ধি পাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ সফল করার অংশীদার হিসেবে অত্র কলেজে এটুআই-এর সহযোগিতায় আর এনটিইসি'র নির্শদেশনায় আধুনিক ডাইনামিক ওয়েব সাইট চালু করতে যাচ্ছে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় যন্ত্র ও মন্ত্রের গুরুত্ব অপরিসীম। যন্ত্রের ব্যবহার বিশ্বায়নের জন্য এবং মন্ত্রের ব্যবহার মানবিক মুল্যবোধ গড়ে তোলার জন্য। যন্ত্র ও মন্ত্রের পারস্পরিক নির্ভরশীরতার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে আগামী দিনের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। দেশ ও জাতি হবে উন্নত মম শির।
সকলকে ধন্যবাদ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS