Wellcome to National Portal

Welcome to the website of Government Teachers’ Training College, Chittagong.

Main Comtent Skiped

Our services

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক  উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ,চট্টগ্রাম-এর প্রদত্ত সেবাসমূহ নিম্নরুপঃ

  • ১। কর্মরত শিক্ষক ও অশিক্ষক প্রশিক্ষণার্থীদের এক বছর মেয়াদী বি.এড (ব্যাচেলর অব এডুকেশন) প্রশিক্ষণ কোর্স 
  • ২। শিক্ষক ও অশিক্ষক প্রশিক্ষণার্থীদের এক বছর মেয়াদী এম.এড (মাস্টার অব এডুকেশন) প্রশিক্ষণ কোর্স 
  • ৩। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্ত শিক্ষার্থীদের জন্য চার বছর মেয়াদী বি.এড অনার্স কোর্স 
  • ৪। টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট ইন সেকেন্ডারী এডুকেশন প্রোগ্রাম (টিকিউআই-সেপ) এর অধীনে মাধ্যমিক পর্যায়ের কর্মরত শিক্ষকদের ১৪ দিন মেয়াদী           (মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন বিষয়) ও ২১ দিন মেয়াদী Continuous Professional Development (CPD) (ইংরেজী) প্রশিক্ষণ 
  • ৫। Unicef-এর সহায়তায় LSBE (Life Skills Based Education) বিষয়ক ০৫ দিন মেয়াদী প্রশিক্ষণ কোর্স 
  • ৬। আইসিটি'র মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার প্রচলন প্রকল্পের (পর্যায়-২) মাস্টার ট্রেনার ট্রেনিং কোর্স।
  • ৭। শিক্ষা গবেষক ও প্রশিক্ষণার্থীদের জন্য সমৃদ্ধ গ্রন্থাগার সেবা ও প্রয়োজনীয় তথ্য প্রদান 
  • ৮। হাতে কলমে কম্পিউটার প্রশিক্ষণের জন্য সুবিশাল ও আধুনিক কম্পিউটার ল্যাবের মাধ্যমে কম্পিউটার বিষয়ক কোর্স পরিচালনা।
  • ৯। প্রশিক্ষণার্থীবৃন্দের অভিভাবকদের চাহিদা মোতাবেক তথ্য প্রদান 
  • ১০। প্রশিক্ষণার্থীদের জন্য প্রয়োজনীয় আবাসন সেবা